১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

ইবিতে এমফিল ও পিএইচডির আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার মো. বদিউজ্জমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগামের রেজিস্ট্রশনের আবেদন পত্র উত্তোলনের সময় আগামী মার্চের ২০ তারিখ পর্যন্ত এবং ২৮ মার্চ পর্যন্ত জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। গত বছরের ১৮ ডিসেম্বর স্মারক নং ২৭/ শিক্ষা/ ইবি -২০১৭/৪১৪ প্রকাশিত অন্যান্য শর্তাবলী অপরির্তিত থাকবে।
উল্লেখ্য, এমফিল ও পিএইচিডি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে বিস্তারিত জানা যাবে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ