১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

ঢাকা বারে সভাপতি বিএনপির, সাধারণ সম্পাদক আ.লীগের

 নিজস্ব প্রতিবেদক :

ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থীত আইনজীবীদের সাদা প্যানেল বিজয়ী হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার ফল  ঘোষণা করেন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে,সভাপতিপদসহ ১৩ পদ পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৪টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পেয়েছেন তারা। নির্বাচনে মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১১ জন আইনজীবী তাদের ভোট দেন।

অপরদিকে,২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৮টি সম্পাদকীয় ও ৬টি সদস্য পদ পেয়েছেন তারা।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে আটটি সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক পদে মা মিজানুর রহমানমুন, সিনিয়র সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন পাটয়ারী, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির এবং দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ।

অপরদিকে, নীল প্যানেলের চার সম্পাদকীয় পদে যারা  বিজয়ী হয়েছেন তারা হলেন সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।

সাদা প্যানেলের বিজয়ী ছয়জন সদস্য হলেন আব্দুর রহমান খান মিলন, আসাদুজ্জামান বাবু, মির্জা মো. জামাল হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, সিফাত নাহার সুমি ও সুমন মিয়া।

অপরদিকে, নীল প্যানেলের ৯ জন বিজয়ী সদস্য হলেন একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভূঁইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মুকতাদির আহমেদ কাজল, জাহেদ উল আলম জতি, জেবুন্নেছা খানম জীবন, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই ও মেহেদী হাসান বাদল।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ