১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর রবিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার (০৪ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর থেকে ঘন কুয়াশায় নদীতে ফেরি চলাচলের জন্য দেয়া মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার শঙ্কা থাকায় ভোর সাড়ে ৫টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৪, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ