গোপালগঞ্জ প্রতিনিধি :
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারমান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে। আমাদের নীতি এমন হবে যেটি একই সঙ্গে ব্যবসাবান্ধব ও রাজস্ব বাড়াবে। আমরা এমন কোনো কাজ করব না, যাতে রাজস্ব কমে যেতে পারে।
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রচেষ্টাই সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ বাজেটের আকার বাড়ছে। যেসব ক্ষেত্রে শুল্ক ও ট্যাক্স ফাঁকির প্রবণতা দেখা যায় সেগুলি আদায়ের প্রচেষ্টা থাকবে। আসন্ন বাজেটে এমন ধরনের ব্যবসাবন্ধব পরিকল্পনা দেওয়ার চেষ্টা করব, যা ব্যবসায়ীদের ওপর জুলুমের চেষ্টা হবে না।
এ সময় রাজস্ব বোর্ডের সদস্য এস এম আশফাক হুসেন, সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, মিস শাহনাজ পারভীন, কর অঞ্চল-৩ এর কমিশনার বেগম নাহার ফেরদৌসীসহ বিভিন্ন কর অঞ্চলের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর