১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫০

টাঙ্গাইলে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

টাঙ্গাইল প্রতিবেদক:

টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার রুপালী ফ্লাওয়ার মিলের সামনে ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব- ১২।

শনিবার (৩ মার্) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্থাপুর থানার যশোইল গ্রামের মো. সাদ্দাম হোসেন ও রাজশাহী জেলার মোহনপুর থানার নওনগর গ্রামের মো. বাবুল হোসেন।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ৯ হাজার ৩২০ পিস ইয়াবা, একটি ট্রাকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। র‌্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৪:২৬ অপরাহ্ণ