১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

নিউজিল্যান্ডকে ২৩৫ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

ওয়েলিংটনে বুধাবর সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয় পেতে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৩৫ রান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এদিন টস ভাগ্য ছিল নিউজিল্যান্ডের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় আছে দুই দল।

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে ওপেনার জেসন রয়কে (১৫) হারায় ইংল্যান্ড। এরপর ৬৪ রানের মধ্যে জো রুট (২০) ও জনি বেইরস্টো (১৯) সাজ ঘরে ফিরে গেলে বেন স্টোকসকে নিয়ে জুটি বাঁধেন অধিনায়ক ইয়ন মরগান। ১১৬ বলে ৭১ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান এ দু’জন। অবশ্য টিম সাউদির বলে মরগান মাঠ ছাড়লে বড় রানের আশা শেষ হয়ে যায় সফরকারীদের। মরগান ৭১ বল বলে করেছেন ৪৮ রান।

অন্যপ্রান্তে স্টোকস খেলা চালিয়ে যেতে থাকেন। তবে তিনিও খুব বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ৩৯ রানের মাথায় ইশ সোধির বলে আউট হয়ে মাঠ ছাড়েন স্টোকস। এরপর জস বাটলার (২৯), মঈন আলি (২৩) ও ক্রিস ওকসের ছোট ছোট ইনিংসের ওপর ভর দিয়ে দুইশোর্ধ রান করে ইংল্যান্ড। সোধি ৫৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া ২ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ২৩৪ (৫০ ওভার) (রুট ২০, মরগান ৪৮, স্টোকস ৩৯, বাটলার ২৯, মঈন ২৩; সোধি ৩/৫৩, বোল্ট ২/৪৭)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ১০:৫৩ পূর্বাহ্ণ