নিজস্ব প্রতিবেদক:
সবুজ শিল্পায়নে অগ্রগামী ১৩ পোশাক কারখানাকে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এবং গ্রিন বিজনেস সার্টিফিকেশন ইনকরপোরেট (জিবিসিসিআই)। বৃহস্পতিবার কারখানাগুলোর প্রতিনিধিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এসব কারখানা বিশ্বব্যাপী স্বীকৃত সবুজ শিল্পায়ন কার্যক্রমের সূচক লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইনের (লিড) মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামপ্রাপ্ত। যেসব কারখানা নিরাপত্তার পাশাপাশি পরিবেশ সুরক্ষা করে ভবন নির্মাণ এবং উৎপাদন কার্যক্রম পরিচালনা করে সেগুলোকে এ স্বীকৃতি দেয়া হয়। সম্মাননা পাওয়া কারখানাগুলো হচ্ছে- রেমি হোল্ডিং, তারাসিমা অ্যাপারেলস, প্লামি ফ্যাশনস, ভিনটেজ ডেনিম স্টুডিও, কলম্বিয়া ওয়াশিং প্ল্যান্ট, ইকোটেক্স এসকিউ সেলসিয়াস, কানিজ ফ্যাশন, জেনেসিস ওয়াশিং, জেনেসিস ফ্যাশনস, এসকিউ বিরিকিনা, এসকিউ কোল ব্লাঙ্ক ও এনভয় টেক্সটাইলস।
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ইউএসজিবিসির এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গোপালা কৃষ্ণনান পাদনামাভন ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ১৩ কারখানা মালিকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিজিএমইএ সহসভাপতি এসএম মান্নান কচি, মোহাম্মদ নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি