২৩শে জানুয়ারি, ২০২৫ ইং | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৭

৫ জানুয়ারির মতো ভোট আর হবে না: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেছেন, ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণে করতে হবে।’ তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা মনে করছেন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোট করবেন? সেটা আর কখনও হবে না। ২০১৮ সাল হবে সরকারের জন্য ভয়ানক। আবারও একক নির্বাচন করতে গেলে সাফল হবে না, আপনাদের জন্য বুমেরাং হয়ে যাবে। সবার অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করেন না হলে আপনাদের পরিণতি ভালো হবে না।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আ স ম রব বলেন, ‘আমরা একাত্তরে যুদ্ধ করেছি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে। কোনো একনায়কতন্ত্রের হাতে ক্ষমতা ছেড়ে দিতে নয়।’ ১৯৭১ সালের স্মৃতিচারণ করে রব বলেন, ‘স্বাধীন বাংলাদেশের প্রকাশ্য নেতা শেখ মুজিবুর রহমান আর অপ্রকাশ্য নেতা যিনি পেছনে থেকে সব পরিকল্পনা করেছেন তার নাম সিরাজুল আলম খান। সিরাজুল আলম খানের অপর নাম বাংলাদেশ। তিনিসহ যাদের অবদান আছে স্বাধীনতায় তাদের কথা ছোটদের বইয়ে, সংবিধানে সব জায়গায় রাখা দরকার ছিল।’

আ স ম রব বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারও একটা মুক্তিযুদ্ধ করতে হবে। এক নায়কতন্ত্রের জন্য আমরা দেশ স্বাধীন করিনি। গণতন্ত্র, মানুষের নাগরিক, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি।’ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সাভাপতি মাহমুদুর রহমান মান্না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৯:৫৪ পূর্বাহ্ণ