১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

সাতক্ষীরায় আগুনে পুড়ল ৬ দোকান

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শহরে ৬ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার রাত ৩টার দিকে শহরের পাকাপোলের মোড়ে এ ঘটনা ঘটে।

মেসার্স আধুনিক এন্টারপ্রাইজের মালিক শেখ সাব্বির হোসেন জানান, রাত ১টার দিকে দোকানপাট বন্ধ করে আমরা বাড়িতে যাই। রাত তিনটার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। তিনি বলেন, তার দোকানসহ পাশের আরো ৫টি ফলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, শহরের পাকাপোলের মোড়ে অবস্থিত দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসে দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৫টি ফলের দোকানসহ মোট ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ৩, ২০১৮ ৯:৪৮ পূর্বাহ্ণ