আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহকারী ও হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর হোপ হিকস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হোপ হিকস সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন এবং দীর্ঘদিন ধরে ট্রাম্পের উপদেষ্টা ছিলেন। তাকে ‘হোপস্টার’ নামে ডাকতেন ট্রাম্প।
ধারণা করা হয়, হোপ হিকস ট্রাম্পের যে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেন এবং অনেক সময় সেটি পাল্টাতেও পারতেন। হোপ হিকস বলছেন, হোয়াইট হাউস থেকে যা কিছু পাওয়ার সবই তার পাওয়া হয়ে গেছে।
নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিবের দায়িত্ব পালন করা হোপ হিকসকে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছিলো গত বছরের সেপ্টেম্বরেই। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তিনি চতুর্থ ব্যক্তি হিসেবে এই পদে নিয়োগ পেয়েছিলেন।
দৈনিক দেশজনতা/ এফ আর