বিনোদন ডেস্ক:
মোহিত মারোয়ার বিয়ের পরেই দুবাই থেকে মুম্বাই ফিরে এসেছিলেন কাপুর পরিবারের সকলে। থেকে গিয়েছিলেন শুধু শ্রীদেবী। কারণ কয়েক দিন বাদেই দুবাইতেই তার আঁকা বেশ কয়েকটি ছবির নিলাম হওয়ার কথা।
প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র একটি গানের দৃশ্যে সোনম নীল পোশাক পরেছিলেন। সেই আদলেই সোনমের ছবি এঁকেছিলেন শ্রী।
শ্রীদেবীর শেষকৃত্যের পরেই নায়িকার টুইটার হ্যান্ডল থেকে বনি কপূর একটি দীর্ঘ টুইট করেন। সেখানে লেখেন, ‘এখন আমাদের দুই মেয়ে, জাহ্নবী ও খুশির দেখাশোনা করাই আমার প্রথম কাজ। স্ত্রী, বন্ধু ও মেয়েদের মাকে হারিয়েছি আমি।’
এই দুঃসময়ে তার প্রথম পক্ষের দুই সন্তান, অর্জুন ও অংশুলাকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে বনি লিখেছেন, ‘তোমরাই এখন খুশি, জাহ্নবী ও আমার শক্তির উৎস।’
জনসাধারণ ও সংবাদমাধ্যমের কাছে ‘একটু একা থাকতে দেওয়ার’ আর্জি জানিয়ে বনি লেখেন, ‘দুঃখটা নিতান্তই একটা ব্যক্তিগত অনুভূতি। শ্রীকে ছাড়া কী করে আমরা বাকি জীবনটা কাটাব, তা আমাদেরই নিজেদেরই খুঁজে বরে করতে হবে। সেই সুযোগটুকু আমাদের দিন।’
‘সদমা’তে শ্রীদেবীর সহ-অভিনেতা কমল হাসন একটি তামিল পত্রিকায় লিখেছেন, ‘‘নেমার দর্শকদের কাছে কমল হাসন-শ্রীদেবী ছিল এক দারুণ রোমান্টিক জুটি। বিয়েতে বর-বউকে দেখে লোকে বলত— ঠিক কমল-শ্রীর মতো। কিন্তু আমরা আসলে ঠিক ভাইবোনের মতো ছিলাম। আমাদের কথা বলার ভঙ্গি, হাঁটা-চলা, এমনকী অভিনয়তেও খুব মিল ছিল। শ্রীদেবী আমার ছোট বোন।’
দৈনিক দেশজনতা /এন আর