১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

১১ নয়, ১২ মার্চ জনসভা করবে বিএনপি

মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক : 

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ মার্চের পরিবর্তে একদিন পিছিয়ে ১২ মার্চ সোহরোওয়ার্দি উদ্দ্যানে জনসভা করার ঘোষণা করছে বিএনপি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে একথা জানান।

বৃহস্পতিবার এমনই এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, ১১ মার্চ জনসভার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছিল বিএনপি।
এক দিন পরেই পূর্ব ঘোষিত তারিখ পিছিয়ে আগামী ১২ মার্চ এ জনসভা করার নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। বিএনপির আশা, সংশ্লিষ্ট (ডিএমপি) কর্তৃপক্ষ এই জনসভার অনুমতি দেবে।
ঠিক কী কারণে সভা একদিন পিছানো হলো, সে বিষয়ে কিছু বলেননি দলের এ নেতা।রিজভী বলেন, ‘জনসভা করার জন্য আমরা ডিএমপি কমিশনার এবং গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। গত ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বইমেলার দোহাই দিয়ে আমাদের জনসভা করতে দেয়া হয়নি। এ কারণে আমরা আবারও পুলিশকে অবহিত করেছি। আশা করছি, আমরা সমাবেশের অনুমতি পাব বলে আশা প্রকাশ করেছেন রিজভী।ঢাকার এ জনসভা ছাড়াও আগামী ১০ মার্চ খুলনা বিভাগে একটি বিভাগীয় সমাবেশ করা হবে বলেও জানান রিজভী।ঢাকা বারের নির্বাচন ও ভোট গণনার বিষয়ে রিজভী বলেন, ঢাকা বারের ভোট গণনার সময় হট্টগোল হয়েছে। এটি আইনজীবীদের একটি নির্বাচন। আমরা আশা করব, আইনশৃঙ্খলা বাহিনী ভোট গণনা যাতে সুষ্ঠু হয়, সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মনির হোসেন, দলের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২, ২০১৮ ১১:৪১ পূর্বাহ্ণ