নিজস্ব প্রতিবেদক:
গত অর্থবছরের তুলনায় একই সময়ের ব্যবধানে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে আগের মাস জানুয়ারির চেয়ে এ সময়ে প্রবাসী আয় কিছুটা কমে গেছে। মূলত ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হওয়ায় প্রবাসী আয় কমেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। এদিকে চলতি বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী আয় বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
দীর্ঘদিন ধরেই রেমিট্যান্সের প্রবাহে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। গত অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স প্রবাহ কমেছিল প্রায় সাড়ে ১৪ শতাংশ। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে দাঁড়ায় মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। তবে অক্টোবরে রেমিট্যান্স বেড়ে হয় ১১৫ কোটি ৯০ লাখ ডলার। আর নভেম্বরে তা আরও বেড়ে হয়েছে ১২১ কোটি ৪৭ লাখ ডলার। তবে ডিসেম্বর মাসে তা কিছুটা কমে ১১৬ কোটি ৭১ লাখ ডলারে নেমে এলেও জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৩৮ কোটি ডলারে। প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৯০ লাখ ডলার। যা গত বছরের একই মাসের চেয়ে ২২ দশমিক ১৩ শতাংশ বেশি।
গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৯৪ কোটি ডলার। এদিকে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ৯৪৬ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১১ কোটি ১২ লাখ ডলার। সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৬৪ শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬-১৭ দেশে রেমিট্যান্স আসে ১ হাজার ২৭৬ কোটি ডলার, যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনি¤œ ছিল। এটি আগের অর্থবছরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ কম ছিল। আগের অর্থবছরে রেমিট্যান্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার।
দৈনিক দেশজনতা /এন আর