২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৮

সাংবাদিক শিমুল হত্যা : পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারাবিল সরকারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে  শাহাজাদপুর থানা পুলিশ। কামাল ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, কামাল হোসেন  দীর্ঘদিন পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

এই নিয়ে এ মামলার ৩০ আসামি গ্রেফতার হয়েছে। মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র হালিমুল হক মিরু বর্তমানে জেলা কারাগারে থাকলেও বাকি ২৯ আসামি উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন।

গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরের পৌর এলাকায় সরকার দলীয় লোকজনের মধ্যে সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর ছোড়া শটগানের গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। এর  পর দিন মারা যান তিনি।

এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন শাহজাদপুর থানায় মামলা করলে দু’মাস তদন্ত শেষে ৩৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৯:৩১ অপরাহ্ণ