স্পোর্টস ডেস্ক:
সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড সফরকারী ইংল্যান্ড। পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করায় তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে লিড নিতে মরিয়া দু’দল। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচেই শুভ সূচনা করে নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামা ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ পায়। জো রুটের ৭৫ বলে ৭১ ও উইকেটরক্ষক জশ বাটলারের ৬৫ বলে ৭৯ রানে লড়াকু সংগ্রহ পেয়ে যায় ইংলিশরা।
২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। তবে রস টেইলর ও টম লাথামের দায়িত্বশীল ব্যাটিং ম্যাচে ফিরতে সহায়তা করে কিউইদের। কিন্তু ৩৯ ওভারের পর ৩৯ রানের মধ্যে নিউজিল্যান্ডের মিডল-অর্ডারে ৪ উইকেট তুলে নিয়ে আবারো খেলায় ফেরে ইংল্যান্ড। টেইলর ১১৩ ও লাথাম ৭৯ রান করেন।
কিন্তু শেষের দিকে দুর্দান্ত একটি ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জয়ের স্বাদ এনে দেন লোয়ার-অর্ডার ব্যাটসম্যান মিচেল স্যান্টনার। ২৭ বলে অপরাজিত ৪৫ রানের টনের্ডো ইনিংস খেলেন স্যান্টনার। ৩ উইকেটের জয়ে সিরিজে লিডও পায় নিউজিল্যান্ড।
তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় ইংল্যান্ড। অলরাউন্ডার বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে ৬ উইকেটে জয় পায় ইংলিশরা। গত সেপ্টেম্বরে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর একটি পানশালায় মারামারির ঘটনার পর থেকেই জাতীয় দলের বাইরে থাকেন স্টোকস। জাতীয় দলে ফেরার দ্বিতীয় ম্যাচেই দলকে জয়ের স্বাদ দেন স্টোকস।
নিউজিল্যান্ডের ২২৩ রানের জবাবে ৭৩ বল হাতে রেখেই ম্যাচ জয়ের স্বাদ নেয় ইংল্যান্ড। বল হাতে ২ উইকেট নেয়ার পাশাপাশি ৭৪ বলে অপরাজিত ৬৩ রান করেন স্টোকস। এ ছাড়াও ৬২ রান আসে অধিনায়ক ইয়োইন মরগানের ব্যাট থেকে। সিরিজে সমতা আনতে পেরে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইংল্যান্ড। তাই তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে লিড নিতে মরিয়া ইংলিশরা। এমনটাই বললেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়, ‘সিরিজের শুরুতেই পিছিয়ে পড়লে চাপ বেড়ে যায়। দলের ভেতরকার পরিবেশও পাল্টে যায়। তবে একটি জয় দলকে আত্মবিশ্বাসী গড়ে তোলে। যেমনটা ঘটেছে প্রথম দু’ম্যাচে। প্রথম ম্যাচ হারে আমরা চাপে ছিলাম। কিন্তু মনোবল হারাইনি। তাই দ্বিতীয় ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমরা। দলের সবাই তাদের সেরাটা দিয়েছে, সিরিজে সমতা আনতে পেরেছি আমরা। তবে আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তৃতীয় ওয়ানডে জিতে প সিরিজে লিড নিতে মুখিয়ে আছি আমরা।’
দ্বিতীয় ম্যাচ হারলেও নিজেদের পরিকল্পনায় কোন পরিবর্তন আসবে না বলে জানালেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্যান্টনার। তৃতীয় ওয়ানডের আগে স্যান্টনার বলেন, ‘আমাদের আক্রমণাত্মক মনোভাব অব্যাহত থাকবে। তৃতীয় ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে রাখতে হবে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। তবেই ম্যাচ জয়ের ভালো সুযোগ আমাদের থাকবে। ইংল্যান্ডকে হারানোর জন্য যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করলেই জয় পাওয়া অসম্ভব কিছু না।’
এদিকে, ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। উইলিয়ামসনের মত ইনজুরিতে পড়েছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরও। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তিনি। তাই ওয়েলিংটনে তার খেলার ব্যাপারে এখন নিশ্চিত করেনি নিউজিল্যান্ড দল। প্রথম ম্যাচে টেইলরের সেঞ্চুরিতে জয় পেয়েছিলো নিউজিল্যান্ড।বাসস।
দৈনিক দেশজনতা /এন আর