১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

সীমান্তে উত্তেজনা: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করেছে। এ নিয়ে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ মার্চ) বিকালে সীমান্ত উত্তেজনা নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খোরশেদ আলম তাকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানিক পত্র দেয়া হয়েছে বলে জানা গেছে।

পত্রে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয় এবং বলা হয় এটি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো নয়। এটা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে হঠাৎ করে মিয়ানমার সেনাবাহিনী সৈন্য সংখ্যা বাড়িয়েছে। অস্ত্র নিয়ে সীমান্তের কাঁটা তারের বেড়ার কাছে অবস্থান নিয়েছে তারা। ভারী অস্ত্রের পাশাপাশি হালকা অস্ত্র বাংলাদেশের দিকে তাক করেছে বর্মী সেনারা। এতে করে সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের মধ্যে আতংক ও উৎকন্ঠা দেখা দিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ