২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৯
Exif_JPEG_420

বরগুনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে অপসারণ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন- বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সগির, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী আবুল কালাম, জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ আকন ও সাংবাদিক মতিন আকনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভনের দুর্নীতি চরম মাত্রায় পৌঁছেছে। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:০২ অপরাহ্ণ