১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

মির্জা ফখরু‌লের মা গুরুতর অসুস্থ : হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা ফাতিমা আমিনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্প‌তিবার সকালে উত্তরার ছেলের বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী।

ইউনুস আলী বলেন, ‘স্যারের মা সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।’ বিএনপি মহাসচিবসহ আত্মীয়-স্বজনরা হাসপাতালে আছেন। ৮৬ বছর বয়সী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

উল্লেখ্য, মির্জা ফখরুলের বাবা প্রয়াত মির্জা রুহুল আমিন এরশাদ সরকারের আমলে মন্ত্রী ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ১:৫০ অপরাহ্ণ