আন্তর্জাতিক ডেস্ক:
ভারত ও পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুয়ার্ত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় এ আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে বলা হয়, দুই দেশের পররাষ্ট্র সচিবরা আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দেখা করবেন। বুধবার থেকে আফগান পরিস্থিতি নিয়ে এ সম্মেলন শুরু হয়েছে।
যদি দুই দেশের পররাষ্ট্র সচিব পরস্পর সাক্ষাৎ করেন তাহলে সেটিই হবে ২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথম শীর্ষ কর্মকর্তাদের আলোচনা। এর আগে গত বছরের ডিসেম্বরে ব্যাংককে দুই দেশের জাতীয় উপদেষ্টারা বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে কাবুল সম্মেলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নুয়ার্ত বলেন, যুক্তরাষ্ট্র এই সম্মেলনে যোগ দেবে। তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে খুবই আগ্রহী। কারণ আফগানিস্তান নিয়ে আমাদের দীর্ঘ প্রত্যাশা আছে।’
তিনি আরো বলেন, যদিও এটা আফগানিস্তান বিষয়ক সম্মেলন, তবুও অংশগ্রহণকারীরা, বিশেষ করে পাকিস্তান ও ভারত তাদের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করবে।
‘আমরা এই বৈঠকের অংশ হতে চাচ্ছি’, বলেন মার্কিন মুখপাত্র।
হিদার নুয়ার্ত আরো বলেন, ‘সম্মেলনে আফগানিস্তানে মার্কিন ও ভারতীয় বেসামরিক সহায়তার বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া তিন দেশের মধ্যে (পাকিস্তান, ভারত ও আফগানিস্তান) আঞ্চলিক ইস্যুতে পারস্পারিক স্বার্থ নিয়েও আলোচনা হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ