দৈনিক দেশজনতা ডেস্ক:
সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ৭ম স্বদেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য মেলা। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মদীনার গভর্নর ড. ফয়সাল বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
প্রতিবারের মতো এবারও মেলাতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় দেশের পক্ষ থেকে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে সাজানো একটি প্যাভিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়নের পরিচালক বাংলাদেশি ছাত্র প্রতিনিধি পিএইচডি গবেষক জাকারিয়া আব্দুল জলিল।
১৮০টি দেশের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এর মধ্যে ১২৭টির বেশি দেশ এবার মেলায় তাদের নিজ নিজ দেশের হয়ে অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নম্বর ১৪ (প্রধান ফটক দিয়ে ঢুকেই হাতের ডান পাশে)।
মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাচেলরদের এবং বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পারিবারিকদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের ভোটে প্রতিদিন রাতে নির্বাচিত হবে দিনের সেরা প্যাভিলিয়ন।
দৈনিক দেশজনতা/এন এইচ