১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

দুবাইতে তামিমপুত্র আরহাম ইকবালের জন্মদিন উদযাপন

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার এখন অবস্থান করছেন দুবাইতে। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান। কী ভাগ্য! এরই মধ্যে জন্মদিনের অনুষ্ঠান পালন করতে হলো তামিমপুত্র আরহাম ইকবাল খানের।

দেশে না থাকলে আর কী হয়, যেখানে থাকা সেখানেই, স্থানীয় একটি হোটেলে পরিচিতজনদের নিয়েই আয়োজন করা হলো আরহাম ইকবাল খানের দ্বিতীয় জন্মদিন। সেই জন্মদিনে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পরিবার এবং স্থানীয় কয়েকজন পরিচিতজন ও প্রবাসী বাংলাদেশি।

দৈনিক দেশজনতা/এন এইচ
প্রকাশ :মার্চ ১, ২০১৮ ১০:৩৬ পূর্বাহ্ণ