২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১০

রবির অ্যাকাউন্ট জব্দ স্থগিত সংক্রান্ত আপিল শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক:

মোবাইল ফোন অপারেটর রবি’র সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা-সংক্রান্ত এনবিআরের সিন্ধান্ত স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আপিলের শুনানির জন্য আজ বৃহস্পতিবার ধার্য করেছেন চেম্বার জজ আদালত।

বুধবার এনবিআরের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ দিন ধার্য করেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের আদেশের বিরদ্ধে আপিল বিভাগে করা আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য করে দিয়েছেন চেম্বার আদালত।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দে এনবিআরের সিন্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ স্থগিত আদেশ দেন। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনবিআর।

গত ২৬ ফেব্রুয়ারি প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিনদিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের ওই চিঠি পাঠানো হয়। পরে এ সিন্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মোবাইল ফোন অপারেটর রবি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৯:৫২ পূর্বাহ্ণ