২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৯

নিদাহাস ট্রফিতে সহ-অধিনায়ক লাকমাল

স্পোর্টস ডেস্ক: 

ত্রিদেশীয় নিদাহাস ট্রফির জন্য বাংলাদেশ ও ভারত দল ঘোষণা করেছে আগেই। এবার স্বাগতিক শ্রীলঙ্কা এই টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এক বছরেরও বেশি সময় পর এই সংস্করণের দলে ফিরেছেন পেসার সুরঙ্গা লাকমাল। ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমালের ডেপুটির দায়িত্ব পালন করবেন এই ডানহাতি ফাস্ট বোলার। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক পেসার নুয়ান প্রদিপও।

লাকমাল সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছেন গেল বছরের জানুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১১ সালে এই ফরম্যাটে অভিষেক হলেও লঙ্কান টেস্ট ও ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ এই সদস্য এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৯টি টি-টুয়েন্টি। গত ডিসেম্বরে সর্বশেষ ভারতের বিপক্ষে খেলেছিলেন দুই পেসার নুয়ান প্রদিপ ও দুশমন্ত চামিরা। তারাও ফিরেছেন নিদাহাস ট্রফির দলে।

একবছরের বেশি সময় পর টি-টুয়েন্টি দলে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ পারফর্ম করা ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাও।

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে থাকলেও ইনজুরির কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি কুশল পেরারার। নিদাহাস ট্রফিতে ফিরছেন এই উইকেটকিপার-ব্যাটসমান।

দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা, লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে ও পেসার আসিথা ফার্নান্দো। ইনজুরির কারণে দলে নেই অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে ও শিহান মাদুশানকা।

শ্রীলঙ্কা দল (১৫ সদস্য) : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, সুরঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপন্সো, নুয়ান প্রদিপ, দুশমন্ত চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা। ক্রিকইনফো

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ