১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

নাটোরে বিদেশী অস্ত্রসহ এক যুবক আটক

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় বিদেশী অস্ত্রসহ এক যুবকে আটক করেছে র‌্যাব-৫। বুধবার সকালে সিংড়া উপজেলার কমল কাশিয়াবাড়ি গ্রাম থেকে বাবুকে (৩২) আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন দুই রাউন্ড গুলি তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত মো: বাবু সিংড়া উপজেলার কমল কাশিয়াবাড়ি গ্রামের মৃত আবু বক্করের ছেলে। নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তাফা জানান, গোপন সংবাদের ভিত্ততে আমরা জানতে পারি অস্ত্রসহ এক ব্যক্তি কলমে ঘোরাফেরা করছে। সেই খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন দুই রাউন্ড গুলি তিনটি দেশীয় অস্ত্রসহ বাবুকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে সিংড়া থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৭:৪৫ অপরাহ্ণ