১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৯

ঢাকার সঙ্গে বগুড়ার বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ঢাকায় শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়ার অভিযোগে বুধবার সকাল থেকে ঢাকা থেকে বগুড়া ও বগুড়া হয়ে ঢাকামুখী বাস চলাচল বন্ধ কর দেয়া হয়। তবে বগুড়ার ভেতরে লোকাল বাস চলাচল করছে। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাংবাদিকদের জানান, ঢাকায় শাহ্ ফতেহ আলী পরিবহনের কাউন্টার খুলে দিয়ে সমস্যার সমাধান না করা পর্যন্ত ঢাকা-বগুড়া রুটে সরাসরি যেসব কোচ চলাচল করে তাদের আর চলতে দেয়া হবে না। মঙ্গলবার রাতের সভায় সিদ্ধান্ত হয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বুধবার থেকে তাদের আর চলতে দেওয়া হবে না। এ ঘোষণা মতে আজ সকাল থেকে বগুড়ার উপর দিয়ে কোনো বাস চালানো হচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ