১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

ফুলবাড়ীতে গাঁজাসহ আটক দুই নারী

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে ফুলবাড়ীতে গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ চন্দ্রখানা পাঠানটারী এলাকা থেকে তাদেরকে আটক করে। আটকেরা হলেন- ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্রনারায়ন গ্রামের শহীদ আলীর স্ত্রী রাহেনা বেগম (৪৫) ও একই ইউনিয়নের চর যতীন্দ্রনারায়ন গ্রামের ছপর আলীর স্ত্রী ববিতা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ সদরের চন্দ্রখানা পাঠানটারী এলাকায় অভিযানে যান। এ সময় দুই নারী গাঁজা নিয়ে যাওয়ার সময় তাদেরকে চ্যালেঞ্জ করা হলে কোমরে বেঁধে রাখা গাঁজার পোটলাসহ তাদেরকে আটক করা হয়।

পোটলায় সংরক্ষিত গাঁজার পরিমাণ ২ কেজি। তারা দু’জনেই গাঁজা ব্যবসায়ী বলেও জানায় পুলিশ। এ ঘটনায় ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আটক দুই নারীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৩:৩১ অপরাহ্ণ