১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

চাঁপাইনবাবগঞ্জে কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে মঙ্গলবার বিকেলে ৬ ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ লাইন মাঠে মঙ্গলবার ছিল লিখিত পরীক্ষা। শিবগঞ্জ উপজেলার ছয় প্রার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তারা।

তিনি জানান, আটকরা পুলিশ সুপারের স্বাক্ষর জাল এবং প্রার্থীর ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নিয়েছিল। এতে সন্দেহ হলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করে যে, অন্যের হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছিল। সন্ধ্যায় আটক ছয়জনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ