স্পোর্টস ডেস্ক:
আজ বুধবার পল্টন ময়দান সংলগ্ন উডেল ফ্লোর জিমন্যাসিয়ামে ১১ দল নিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার টেবিল টেনিস লিগ। এ লিগে অংশ নিতে ইতোমধ্যেই ২০ জন বিদেশি খেলোয়াড় ঢাকায় পৌঁছেছেন। কিন্তু তারা সবাই খেলতে পারবেন কিনা, তা মঙ্গলবার রাত পর্যন্ত নিশ্চিত হয়নি। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত মাত্র ৩ জন ঢাকায় খেলার অনাপত্তিপত্র পেয়েছেন নিজ দেশের ফেডারেশন থেকে।
প্রিমিয়ার লিগে অংশ নিতে ঢাকায় আসা বিদেশিদের সবাই ভারতীয়। অনাপত্তিপত্র না আসায় বিদেশি খেলোয়াড় আনা ক্লাব কর্মকর্তাদের মাথায় হাত। এ বিষয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর বলেছেন, ‘কয়েক দফা ওদের কাছে মেইল করেছি। কোনো উত্তর দিচ্ছে না। খেলা অবশ্য বন্ধ করতে পারব না। স্থানীয়দের নিয়েই খেলা চালাতে হবে।’
লিগের দলগুলো হচ্ছে-শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ বিমান, ওয়ারী ক্লাব, আরমানিটোলা জেএস, উত্তরা টিটি একাডেমি, পাললিক গ্রুপ, বয়েজ ক্লাব, মেরিনার ইয়াংস ক্লাব, শিশিরন টেবিল টেনিস ক্লাব, অ্যাজাক্স স্পোর্টিং ও অরুনিমা স্পোর্টিং ক্লাব।
দৈনিক দেশজনতা/এন এইচ