১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

গতরাতে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরের হাসপাতালে মেডিকেল চেকআপের পর দেশে ফিরেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। গত ২১ ফেব্রুয়ারি ছয় দিনের সফরে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের জন্য গত ২১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৯:৪৪ পূর্বাহ্ণ