১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

তৌকীরের ‘ফাগুন হাওয়ার’ শুটিং শুরু ৭ মার্চ

বিনোদন ডেস্ক:

নদী সংলগ্ন মানুষের জীবন নিয়ে তৌকীর আহমেদ সব শেষ নির্মাণ করেন ‘হালদা’ ছবিটি। গেল বছরের ডিসেম্বরে মুক্তি পায় হালদা। এই ছবিটি মুক্তির আগেই ‘ফাগুন হাওয়া’ নামে একটি ছবি নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তৌকীর আহমেদ। বলেছিলেন, চলচ্চিত্রটি নির্মিত হবে ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে।

এবার ভাষা আন্দোলনকে উপজীব্য করে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন ‘অজ্ঞাতনামা’ পরিচালক তৌকীর আহমেদ। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে তার নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’। টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় নির্মিত হবে চলচ্চিত্রটি।

খুলনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ৭ মার্চ। ২১ দিন চলবে খুলনা অংশের শুটিং। ৭ মার্চ শুটং শুরু প্রসঙ্গে তৌকীর আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিষয়টা কাকতালীয়। শিল্পীদের শিডিউল এবং আনুসাঙ্গিক কারণে ৭ মার্চ শুটিং শুরু করব বলে ঠিক করেছি। পরে যখন মনে হল এদিন ১৯৭১ সালে অবিনাশী ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু যা আজ ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বের সেরা ভাষণ, তখন আলাদা ভালো লাগা তৈরী হয়। কারণ স্বাধীনতার অন্যতম ইঙ্গিতের ভাষণের দিনে ভাষা আন্দোলনের চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে, বিষয়টি দারুন।

‘ফাগুন হাওয়া’ তৌকীর আহমেদ এর পরিচালনায় ষষ্ঠ চলচ্চিত্র। তার নির্মিত অন্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘জয়যাত্রা (২০০৪)’, রুপকথার গল্প (২০০৬)’, ‘দারুচিনি দ্বীপ (২০০৭), ‘অজ্ঞাতনামা (২০১৬)’।  ‘জয়যাত্রা’ এবং ‘হালদা’ ছাড়া সকল ছবি ইমপ্রেস এর প্রযোজনায় নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৬:০৭ অপরাহ্ণ