১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ইনজুরিতে অ্যাঞ্জেলো ম্যাথুস

স্পোর্টস ডেস্ক:

আগামী ৬ মার্চ থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। সিরিজে শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও ভারত। কিন্তু সিরিজ শুরুর এক সপ্তাহ আগে বড় ধরনের দুঃসংবাদ পেল স্বাগতিক দেশটি। ইনজুরির কারণে এই সিরিজেও মাঠে নামা হবে না লঙ্কানদের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে আবারও অধিনায়কের দায়িত্ব পান এই লঙ্কান অলরাউন্ডার। কিন্তু পূর্ণাঙ্গ এই সফরটিতে মাত্র একটি ওয়ানডে ম্যাচে দেখা গিয়েছিল তাকে। এরপর টেস্ট কিংবা টি-টোয়েন্টি কোনোটিতেই আর খেলা হয়নি ম্যাথুসের। এবার ছিটকে গেলেন নিদাহাস ট্রফি থেকে। ম্যাথুসের পরিবর্তে বাংলাদেশ সফরে নেতৃ্ত্ব দিয়েছিলেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। তাই ধারণা করা হচ্ছে নিদাহাস ট্রফিতেও তিনিই লঙ্কানদের নেতৃত্ব দেবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৪:৫৩ অপরাহ্ণ