১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

তদবিরবাজরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

আপনারা টেন্ডার দেওয়ার ক্ষেত্রে করো দ্বারা প্রভাবিত হবেন না, কারো সুপারিশ বা তদবির না শুনে কাজ করবেন। কারণ তদবিরবাজরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এই তদবিরবাজ থেকে দূরে থাকবেন। আর যদি মনে হয়, তাদের থেকে বাঁচতে পারছেন না। তাহলে আমাদের কাছে চলে আসুন। আমাদেরকে জানান। আমরা ব্যবস্থা নেবো।’

মঙ্গলবার দুপুরে সরকারি উন্নয়ন/নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকৌশল দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘আপনারা এমন কোনো অনিয়ম করবেন না, যা পার্টিকুলার লোককে কাজ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। আপনারা কাজের গুণগত মান বজায় আছে কি না, সেটা খেয়াল রাখবেন। বিশেষ করে আপনারা সাধারণ জনগণকে অন্তর্ভুক্ত করবেন। যাতে করে কেউ দুর্নীতির অভিযোগ করতে না পারে। সর্বোপরি আপনারা আইন মেনে চলবেন। ‘

মঙ্গলবার দুদক কার্যালয়ে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এই মতবিনিময় সভা চলে। মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে সরকারি প্রকৌশলীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন দুদক চেয়ারম্যান। প্রকৌশলীদেরকে উদ্দেশ্য তিনি বলেন, ‘প্রকল্পের ক্ষেত্রে সরকারের দেয়া ৮০ ভাগ টাকা আপনাদের দ্বারা খরচ হয়ে থাকে। আমরা আশা করি দুর্নীতিমুক্তভাবে এই খরচটা হোক। এজন্য আপনাদের আন্তরিকতা প্রয়োজন।’

অডিট প্রসঙ্গে তিনি বলেন, ‘অডিটের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখি না। সেটা হচ্ছে ওয়ার্ক অডিট করা হয় না। এত টাকা খরচ হয়েছে সেটা দেখা হয়, কিন্তু ওই পরিমাণ টাকা দিয়ে কাজের গুণগত মানটা কেমন হয়েছে, এটা দেখা হয় না। এটা আমাদের পদ্ধতিগত দুর্বলতা। আমরা সরকারকে বলার চেষ্টা করছি, অডিট যেন দুই ধরনের হয়। এক. ফিন্যান্সিয়াল অডিট, দুই. ওয়ার্ক অডিট।’

প্রকৌশলীদেরকে তিনি আরো বলেন, ‘আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে নির্ভয়ে কাজ করবেন। এতটুকু অভয় দেওয়ার জন্য ডাকা হয়েছে আপনাদেরকে। আর দ্বিতীয়ত জনগণের কল্যাণের জন্য কাজ করবেন।’ তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল হতে পারে। আপনাদেরকেও অনিচ্ছাকৃত ভুলের জন্য মাশুল দিতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত ভুল করবেন না।’

এসময় তিনি বলেন, ‘আপনারা (প্রকৌশলীরা) কিভাবে দুর্নীতি হয়, তার দিকগুলো আমাদেরকে বলেছেন। আমরা সরকারকে জানাবো এবং প্রতিরোধে কাজ করবো। তবে এই চেষ্টা করলেই সব সমস্যার সমাধান হবে না। কারণ আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, না হলে আমাদের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না।’ এসময় উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব শামসুল ইসলাম প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৩:৪৮ অপরাহ্ণ