১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

যশোরে ছয় মণ গাঁজা উদ্ধার

যশোর প্রতিনিধি:

যশোরের বেনাপোল বন্দরে গাঁজার একটি বড় চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয় মণ গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার বিশাল এই চালান জব্দ করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে- এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। পরে তারা ছয় মণ গাঁজার সন্ধান পায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি কর্মকর্তা জানান, এসব গাঁজা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ২:০৮ অপরাহ্ণ