১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫০

প্রধান বিচারপতির অভিভাষণ বিকেলে

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অভিভাষণ দিবেন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তিনি এই অভিভাষণ দিবেন বলে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই অনুষ্ঠান হবে। এতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও সুপারিনটেনডেন্টদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ