১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:০৭

রাজন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাপ্তান বাজারের ব্যবসায়ী ও প্রকৌশলী আরেফিন আবেদীন খান ওরফে রাজন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার জেলা দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

নিহত রাজন কাপ্তানবাজার এলাকার এরশাদ মার্কেটের ‘বিক্রম পাওয়ার’ নামে এনার্জি বাল্ব বিপণনকারী একটি প্রতিষ্ঠানের মালিক ও ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

২০১৫ সালের ১৩ অক্টোবর নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন তিনি। পরেরদিন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় রাজনের মা হোসনে আরা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ