২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

যুক্তরাজ্যের লেইসেস্টারে বিস্ফোরণ: নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের লেইসেস্টার শহরের এক দোকানে রহস্যময় বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় ভবনে বিস্ফোরণ ঘটে। এরপর পরই তাতে আগুন ধরে যায়। দোকান ছাড়াও ভবনের উপরের অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হাজির হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে।

অবশ্য ভবনটির ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই ভবনটিতে পুলিশ ও অগ্নিযোদ্ধারা কাজ করছেন। বিবিসি জানিয়েছে, লেইসেস্টারের বিস্ফোরণকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে পুলিশ। তবে এর কারণ এখনও অজানা।

অবশ্য শহরের পুলিশ সুপার শেন ওনিল জানিয়েছেন, বিস্ফোরণের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা নেই। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর পরই আশপাশের ভবনের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানটি আগে লন্ড্রি হিসেবে চালু ছিল। পরে একে পোলিশ সুপার মার্কেটে রূপান্তর করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ২:৫৮ অপরাহ্ণ