১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ঢাকায় বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধায় পড়ে পণ্ড হয়ে যায় রাজশাহী বিএনপির প্রতিবাদ মিছিল।

জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। এতে মিছিল নিয়ে রাস্তায় বের হতে না পেরে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করে কর্মসূচি শেষ করেন।

এর আগে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এরপর রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার তীব্র প্রতিবাদসহ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসদ্দেক হোসেন বুলবুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করে। তবে বিনা উস্কানিতে পুলিশ তাদের বাধা দেয়। তবে দলের নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ২:৪৭ অপরাহ্ণ