১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

টাঙ্গাইলে চলছে পরিবহন ধর্মঘট

টাঙ্গাইল প্রতিনিধি:

ধলেশ্বরী পরিবহনের চালক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল জেলায় আজ সোমবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে টাঙ্গাইলের ওপর দিয়ে চলাচল করা অন্যান্য জেলার যানবাহন এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো একযোগে টাঙ্গাইল থেকে দেশের বিভিন্ন জেলা অভিমুখে চলাচলকারী সব পরিবহন চলাচল বন্ধ রেখেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১:০১ অপরাহ্ণ