১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০০

কুলাউড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কুলাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আল জেবুসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরে পরিবেশ শান্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লস্করপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষে ৬ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় ৬ পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১২:১৭ অপরাহ্ণ