নিজস্ব প্রতিবেদক:
শীত শেষ না হতেই ‘কালবৈশাখী’র আগমনী বার্তা নিয়ে ফাল্গুনের মধ্যরাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির দেখা মিলেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে দমকা বাতাস বইতে শুরু করে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। প্রায় আধ ঘণ্টা থেমে থেমে চলে বজ্রসহ বৃষ্টিপাত।
রাজধানীর বেশ কিছু এলাকা দমকা বাতাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো বাতাসের কারণে বেশ কয়েকটি ছিন্নমূল মানুষের থাকার জায়গার পর্দা ছিঁড়ে গেছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। রাত ২টার পর থেকে দমকা বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টি হতে শুরু করে। এতে বেশ কয়েকস্থানে গাছপালা ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।
দৈনিকদেশজনতা/ আই সি