নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে প্রায় ২০ কিমি তীব্র যানজট দেখা গেছে। সোমবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ঘারিন্দা পর্যন্ত এ যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক। এতে এই অংশের রাস্তা পারি দিতে দিগুনের বেশী সময় লেগে যাচ্ছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে ঝড় বৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিঙ্ক রোড এলাকায় একটি বিলবোর্ড ভেঙে মহাসড়কে পড়ে। আর তাই মহাসড়কে অনেকক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সোমবার ভোরের দিকে বিলবোর্ডটি সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। এছাড়া ঝড় বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহনগুলো স্বাভাবিকভাবে না চলতে পারায় মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে মহাসড়কে চার লেনের কাজের জন্য যানবাহন চলাচলে বিগ্ন ঘটছে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আশা করছি দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

