স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে হার দিয়েই মৌসুম শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। মুলতান সুলতানসের বিপক্ষের ওই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন জালমির বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে ঠিকই জ্বলে উঠেছিলেন তামিম। জয় পেয়েছিল দলও। রোববার করাচি কিংসের বিপক্ষে ব্যর্থ হন তামিম, আবারও জয় পেতে ব্যর্থ হল জালমি। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩১ রান করে জালমি। জবাবে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কিংস। ম্যাচ সেরা হয়েছেন ডোয়াইন স্মিথ।
এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে জালমি। ২৭ রানেই দুই ওপেনার তামিম ইকবাল (১১) ও কামরান আকমলকে (১৪) হারায় তারা। এরপর স্মিথ একপ্রান্ত ধরে খেললেও অন্যপ্রান্তে দ্রুতই উইকেট হারাতে থাকে জালমি। প্রথম ৩ জন ব্যাটসম্যান ছাড়া জালমির আর কোন ব্যাটসম্যান দুই অংকের রান স্পর্শ করতে পারেননি। সর্বশেষ ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে জালমি। স্মিথ ৭১ রানে অপরাজিত থাকেন। কিংসের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও শহিদ আফ্রিদি।
জবাবে শুরুতেই ওপেনার খুররাম মানজোরকে হারায় কিংস। তবে জো ডেনলি ও বাবর আজমের দারুণ ব্যাটিংয়ে দ্রুতই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ডেনলি ৩৯ বলে ২৯ ও আজম ২০ বলে ২৮ রান করে আউট হয়ে যান। এরপর কলিন ইনগ্রাম এসে ১৪ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। সর্বশেষ ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জয় তুলে নেয় কিংস। জালমির হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ক্রিস জরডান ও ইবতিসাম শেইখ।
দৈনিকদেশজনতা/ আই সি