১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

রাজধানীতে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাত সোয়া ৮টার দিকে মোহাম্মদপুরের বছিলা সিটি এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করে র‌্যাব-২ এর একটি দল। আটককৃতরা হলেন হারুন অর রশিদ ওরফে বাবু (২৮), আব্দুর রহমান (২২) ও সুজন বিশ্বাস (২০)।

অন্যদিকে রাত সোয়া ৩টার দিকে হাজারীবাগ থানাধীন সুলতানগঞ্জ মায়ের দোয়া মেডিকেল হলের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়। তারা হলেন রাসেল (২২), মো. ইসলাম (২৩), সবুজ (৩৪), বাপ্পী সরদার (২৮) ও সিরাজুল ইসলাম (১৮)। তাদের কাছ থেকে চাপাতি ও চাকু জব্দ করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। তারা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইচক্রের সক্রিয় সদস্য। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ৬:২৬ অপরাহ্ণ