২৭শে নভেম্বর, ২০২৪ ইং | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৬

কান্নায় অতিষ্ঠ হয়ে নবজাতক কন্যাকে ডাস্টবিনে নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক:

নিজের সন্তানকে কেউ আবর্জনায় ছুঁড়ে ফেলে দিল এক মা। মানসিক অসুস্থ হলে এক কথা ছিল। কিন্তু সেই মা ছিল সুস্থ এবং স্বাভাবিক। অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেই নারীর নাম নেহা। তিনি দিল্লির পূর্ব বিনোদপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, ২৫ দিনের মেয়ের কান্নায় অতিষ্ট হয়ে তিনি তাকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দেন। পরে সেই নবজাতককে আবর্জনা থেকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে মারা যায়।

গতকাল শনিবার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এক নারী তার ২৫ দিনের সন্তানকে আবর্জনায় ছুঁড়ে ফেল দেয়। সেই নারীর বক্তব্য ছিল মেয়ের কান্না তাঁর সহ্য হচ্ছিল না। রাগের বশেই তিনি এমন কাজ করেন। নয়াদিল্লির জিটিবি হাসপাতালে সেই নবজাতক মেয়েটি মারা যায়।

শুক্রবার থেকেই ২৫ দিনের সেই নবজাতককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশ একটি অপহরণের মামলাও রুজু করে। তাদের সন্দেহের তালিকায় প্রথমেই ছিল নেহার নাম। কারণ, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন নেহাকে তিনি কিছু ছুঁড়ে আবর্জনায় ফেলে দিতে দেখেছিলেন। কিন্তু সেটা কী ছিল, তা তিনি জানাতে পারেননি। প্রশ্নোত্তর পর্ব চলার সময়ই আবর্জনা স্তুপ খুঁজে দেখা হয়। তখনই নবজাতককে দেখতে পাওয়া যায়।

পুলিশ তাকে উদ্ধার করে এলবিএস হাসপাতালে নিয়ে যায়। সদ্যোজাতের দেহের একাধিক হাড় ভেঙে গিয়েছিল। মাথাতেও চোট পেয়েছিল সে। এলবিএস হাসপাতাল থেকে তাকে জিটিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার সেই নবজাতকের মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ৪:৫৮ অপরাহ্ণ