১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতক-দোয়রা বাজার উপজেলা সড়কে বেইলি সেতু ভেঙে ট্রাক খাতে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন- দোয়ারা বাজার উপজেলার বুগলা ইউনিয়নের হোসেন আলী ও সুনামগঞ্জ তেঘরিয়া এলাকার হাবিব আহমদ। রবিবার ভোরে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর-কান্ডুলগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে চট্টগাম থেকে দোয়রাবাজার উপজেলার রাবার ড্যামের মালামাল নিয়ে ট্রাকচালক ও দুই শ্রমিক দোয়ারা বাজার যাচ্ছিল। যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে নিহত দুই শ্রমিকরে লাশ উদ্ধার করে। আর গুরুতর আহত ট্রাকচালককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ