১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

বাসের ধাক্কায় ২ জাবি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক:

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
শুক্রবার সকালে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক নাজমুলকে মৃত ঘোষণা করেন। আহত আরাফাত চিকিত্সাধীন অবস্থায় মারা যান বেলা ১২টার দিকে।
নিহতরা হলেন— মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা (২২) ও মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র আরাফাত (২২)।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৬, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ