১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

আমার নামে কোন ফেসবুক আইডি নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের নামে কোনো একাউন্ট নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। এসময় তিনিবলেন, সংশ্লিষ্টদের অনুরোধ করবো এই সব ভূয়া একাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য। ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, বেশ কিছুদিন লক্ষ্য করছি যে ,আমার নামে কয়েকটি ভূয়া ফেসবুক একাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোন ফেসবুক একাইন্ট খুলিনি। সুতরাং এই সমস্ত ভূয়া একাউন্ট এর কোনও মতামতের সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই এবং এর কোন দায় দায়িত্ব আমার নেই।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ