১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

শ্রীদেবী স্মরণীয় হয়ে থাকবেন: মোদী

বিনোদন ডেস্ক:

অকাল প্রয়াণ। শ্রীদেবীর মৃত্যু বলিউড তথা গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ইন্দ্রপতন বললেও বোধহয় কম বলা হয়। অভিনেত্রীর মৃত্যু চলচ্চিত্র দুনিয়ার জন্য অপূরণীয় ক্ষতি। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

মোদী টুইটারে লিখেছেন, ‘ শ্রীদেবীর অকাল প্রয়াণ একটা বড় ক্ষতি। তিনি চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে বহু চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে। শ্রীদেবীর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তার আত্মার শান্তি কামনা করি।”

শ্রীদেবীর আকষ্মিক মৃত্যুতে মর্মাহত বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও। দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার রাত ১১থেকে ১১.৩০ নাগাদ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১২:০৭ অপরাহ্ণ