১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

বিমানবন্দর স্টেশনে ব্যাগের ভিতর কিশোরীর লাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা (১৫) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিলো ছেড়া জামাকাপড়। আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে স্টেশনের পার্কিংয়ের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, খবর পেয়ে ভোরে স্টেশনের পার্কিংয়ের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার করা হয়। একটি কালো ব্যাগের ভিতর ভরা ছিলো লাশটি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে কোন দুষ্কৃতকারীররা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ব্যাগে ভরে ওইখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ