১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

পল্লবীতে তরুণীকে গণধর্ষণ, শ্রমিকলীগ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে এক পোশাক শ্রমিককে (২৪) গণধর্ষণের ঘটনায় শ্রমিক লীগের দুই নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হল- আনোয়ার হোসেন ও হানিফ। অপরদিকে, অভিযুক্ত আরেকজন সাইফুল ইসলাম লাপাত্তা রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পল্লবী থানার পরিদর্শক তদন্ত মো. মঈনুল কবির গণমাধ্যমকে বলেন, পল্লবী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডের প্রথম দিন শনিবার তারা গণধর্ষণের কথা স্বীকার করেছে। তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা যাচ্ছে না।
তিনি বলেন, সাইফুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীর প্যারিস রোডে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওই তরুণীকে একটি বাসায় আটকে রেখে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই রাতে পল্লবী থানায় মামলা করা হয়। রাতেই আনোয়ার ও হানিফকে গ্রেফতার করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১১:৪৯ পূর্বাহ্ণ